
সোনারপুরঃ রমজান মাস উপলক্ষে রোজা পালনের পাশাপাশি দোল উৎসবেও মাতলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কালিবাজার থেকে দোলযাত্রার পদযাত্রায় সামিল হন তিনি ৷ ছিলেন একাধিক জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ৷ সকলেই এদিন এই উৎসবে মেতে ওঠেন ৷
আরও পড়ুনঃ সোনারপুরে প্রেমিকার সাথে ঘুরতে বেরিয়ে শ্রীঘরে যুবক
মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার ৷ বাংলায় উৎসব যাই হোক না কেন সেখানে সব ধর্মেরই মানুষই যোগদান করেন ৷ তারই অন্যতম নিরর্শন পাওয়া গেল এবারের দোলযাত্রায় ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছিল ৷ সেই উৎসবেই যোগদান করেন বিধায়ক ৷ হলুদ রং এর শাড়ি পড়ে এলাকার মহিলারা কালিবাজার থেকে তাদের পদযাত্রা শুরু করেন ৷ সাথে দোলের নানান রকমের গান ৷ সংগীতের সাথে নৄত্য সহযোগে পদযাত্রা করেন তারা ৷
বহু মহিলার পাশাপাশি, পুরুষ ও শিশুরাও এই পদযাত্রায় সামিল হন ৷ বর্ণাঢ্য এই পদযাত্রা ও অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন এলাকার বাসিন্দারা ৷ তারা সকলে মিলেই এই উৎসবে সামিল হন ৷