
সোনারপুরঃ প্রেমিকার সাথে ঘুরতে বেরিয়ে গ্রেফতার যুবক ৷ ধৄতকে গ্রেফতার করে বৄহস্পতিবার বারুইপুর আদালকে পেশ করা হয় ৷ তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ ঘটনায় যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ আদালতে নাবালিকার গোপন জবানবন্দীর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
আরও পড়ুনঃ সংসার চালাতে ফুটপাতে বসে ব্যবসা করছেন বীনা বিশ্বাস
সোনারপুর থানা এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রী তার প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়েছিলেন বুধবার সকালে ৷ বাড়ির কাউকে না বলেই বেরিয়েছিলেন তিনি ৷ বাড়ির লোক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি ৷ শেষ পর্যন্ত তারা পুলিশের দারস্থ হন ৷ ঘটনার তদন্তে নেমে সুভাসগ্রাম এলাকা থেকে চন্দন শেখ নামে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সোশাল মিডিয়ায় দুজনের মধ্যে পরিচয় হয় ৷ তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ নাবালিকার পরিবার বিষয়টি মেনে নেয় নি ৷ হঠাৎই বুধবার সকাল থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ খোঁজ না পেয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে পরিবার ৷ ঘটনায় তারা পুলিশের দারস্ত হন ৷
ধৄত চন্দন শেখের বাড়ি বারুইপুর থানা এলাকার ধপধপিতে বলে জানা গিয়েছে ৷ নাবালিকাকে ফুঁসলিয়ে কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠায় পুলিশ ৷