
কুলতলিঃ শনিবার গভীর রাতে ম্যানগ্রোভ কাটা হয়েছিল কুলতলির গোপালগঞ্জে ৷ আজ সেই জায়গা পরিদর্শন করলেন বনদপ্তর ও বিডিও অফিসের প্রতিনিধিরা ৷ ঘটনায় উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর ৷ রিপোর্ট গিয়েছে জেলার হেড অফিসে ৷ ঘটনায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
আরও পড়ুনঃ সংসার চালাতে ফুটপাতে বসে ব্যবসা করছেন বীনা বিশ্বাস
এলাকার বাসিন্দাদের অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয় ম্যানগ্রোভ ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে হোম স্টে কতৄপক্ষ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ শাসকদলের মদতেই এই কাজ বলে অভিযোগ বিরোধীদের ৷ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ৷ তাদের আরও অভিযোগ এই দুর্নীতির সাথে বনদপ্তরের কর্মীরাও জড়িত রয়েছেন বলে অভিযোগ ৷
আজ পুরো এলাকা পরিদর্শন করা হয় ৷ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ৷ সরকারি প্রতিনিধিদের সামনে পেয়ে গ্রামবাসীরা তাদের অভিযোগ জানান ৷ নিয়মিত নানান জায়গায় ম্যানগ্রোভ নির্বিচারে কাটা হচ্ছে বলে অভিযোগ ৷ অন্যদিকে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিয়মিত নজরদারি চালাচ্ছেন ৷ এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পিয়ালী বিটের রেঞ্জার প্রলয় রায় ৷