
সোনারপুরঃমন্দিরের পুজোর ফুল আশেপাশের বিভিন্ন গাছের পাতা ও ফুল সংগ্রহ করে তাই দিয়েই আবীর তৈরি করছেন সোনারপুরের মহিলারা ৷ এই আবীর তৈরি করে তারা আয়ও করছেন ৷ বাড়ির কাজ সামলে অবসর সময়ে এক জায়গায় একত্রিত হয়ে চলছে আবীর তৈরির কাজ ৷ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ থেকে আরম্ভ করে আবীর তৈরি করে তা ওজন করে প্যাকেজিং সবটাই সামলাচ্ছেন তারা ৷ তাদের তৈরি আবীর চলে যাচ্ছে বাজারে ৷ অনেকসময় নিজেরাও বিভিন্ন মার্কেট এলাকায় বসছেন এই ভেষজ আবীর নিয়ে ৷
আরও পড়ুনঃ সন্তানের অত্যাচারে সোনারপুরে ঘরছাড়া বৄদ্ধ দম্পতি
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাদের কেউ কেউ ৷ বাড়ির সাধারণ গৄহবধুদের সাহায্য করতে এগিয়ে এসেছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও ৷ যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের অনেকেই বাকিদের শেখাচ্ছেন ৷ এইভাবেই বিগত পাঁচ বছর ধরে তারা তৈরি করছেন ভেষজ আবীর ৷ এবারও অর্ডার পেয়েছেন তারা ৷ সময় নষ্ট না করেই বিগত এক দেড় মাস ধরে একশো কেজির উপব আবীর তৈরি করেছেন ৷ বাড়িতেই ঘরোয়া পদ্ধতিকে তৈরি করা হচ্ছে এই আবীর ৷ নিজেদের সংসারের কাজ সামলে এই কাজ করেই বাড়তি উপার্জন হচ্ছে তাদের ৷ ইতিমধ্যে সোনারপুরের ১৫-২০ জন মহিলা মিলে তৈরি করছেন একশো কেজির উপর এই ভেষজ আবীর ৷ আগামী বছর থেকে আরও বড় আকারে এই কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের ৷ আবীর বিক্রি করে বাড়তি অর্থ তারা লাগাচ্ছেন সংসারের নানান কাজে ৷
সেনারপুরেরে একাধিক সেলফ হেলফ গ্রুপের মহিলারা এবার ভেষজ আবীর তৈরি করেছেন ৷ ভেষজ আবীর তৈরিতে ক্রমশ উৎসাহ বাড়ছে ৷ বাজারে সাধারণ আবীরের থেকে এই আবীরের দাম তুলনামুলক কম বলেই জানিয়েছেন প্রস্তুতকারকরা ৷