
সোনারপুরঃ টেলিফিল্ম তৈরি করার নামে বাংলা ব্যাণ্ড ভূমির সদস্য হেমন্ত গোস্বামীর সাথে প্রতারণা ৷ তার কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৄতের নাম সন্দীপ কুমার মন্ডল ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷
আরও পড়ুনঃ বারুইপুরের স্কুলে পানীয় জলের সমস্যার সমাধান হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা
পুলিশ সুত্রে জানা গিয়েছে সোনারপুর থানা এলাকার বাসিন্দা সন্দীপ কুমার মন্ডল ৷ তার বাড়ি সোনারপুরের ঘাসিয়াড়ায় ৷ তিনি টেলিফিল্ম বানানোর নাম করে বিখ্যাত বাংলাব্যাণ্ড ভূমির সদস্য হেমন্ত গোস্বামীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেন ৷ টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও চুক্তি অনুযায়ী তিনি কোনও কাজ করেন নি ৷ কাজ না হওয়ায় একাধিকবার সন্দীপের কাছ থেকে টাকা ফেরত চান হেমন্ত বাবু ৷ কিন্তু তিনি টাকা ফেরত দেন নি ৷ উল্টে হেমন্তবাবুর ফোন ধরাও বন্ধ করে দেন ৷
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযুক্তকে ঘাসিয়াড়া এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷