
সোনারপুরঃ আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে জাঁকজমকপুর্ণভাবে মঙ্গলবার সন্ধেবেলায় সঙ্গীত কাপের উদ্ধোধন হল ৷ এবার এই কাপ উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট শিল্পি ওস্তাদ জাকির হোসেনকে ৷ চতুর্থতম বর্ষে পড়ল এবারের সঙ্গীত কাপ ৷ আগামী ২১শে মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টের মুল খেলা ৷ তার আগেরদিন ২০শে মার্চ চারটি দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছে ৷ এবার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে ৷ এদিনই ট্রফি উন্মোচন, জার্সি উদ্ধোধন ও ম্যাচের লটারি করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা ৷
আরও পড়ুনঃ কাকুকে খুনের ঘটনায় ভাইপোকে আমৄত্যু সাজা ঘোষনা আদালতের
২০২২ সালে হরিনাভী স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হয়েছিল এই প্রতিযোগীতা ৷ প্রথম বছরেই মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল এই টুর্নামেন্ট ৷ এবার চতুর্থতম বর্ষে পড়ল এই সঙ্গীত কাপ ৷ প্রতিবছরই সংগীত জগতের শিল্পিদের শ্রদ্ধা জানানো হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ৷ টুর্নামেন্টের মুল উদ্যোক্তা ওম গনেশায় নমঃ এন্টারপ্রাইজ ৷ সংস্থার কর্ণধার অরিন্দম দে জানান এবার মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৷ বিজয়ী পাবেন ৫ লক্ষ টাকা ও রানার্স আপ পাবে ৩ লক্ষ টাকা আর্থিক পুরষ্কার ৷ এছাড়া থাকছে একাধিক বিভাগে ব্যক্তিগত পুরষ্কার ৷ লীগ পর্যায়ের ম্যাচগুলি ৮ ওভারের এবং সেমিফাইনাল ও ফাইনাল ১০ ওভারের হবে বলে জানান তিনি ৷ অন্যতম উদ্যোক্তা দীপা ভৌমিক ধর জানান এই টুর্নামেন্টের আয়োজন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মত ৷ অনেক আগে থেকেই এই টুর্নামেন্ট সফল করতে তারা উদ্যোগী হয়েছেন ৷ এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অন্যতম বড় সহযোগী হরিনাভী স্পোর্টিং ক্লাব ৷ এই ক্লাবের সম্পাদক জয় দে জানান এই অঞ্চল এমনকি জেলা ও রাজ্য জুড়ে নতুন ক্রিকেট প্রতিভা খুঁজে আনতে বড় ভুমিকা নেয় সংগীত কাপ ৷
আয়োজক কমিটির সভাপতি বাপ্পা দেবনাথ জানান শুধু সংগীত কাপের আয়োজন নয় তারা সারাবছর ধরেই নানান সমাজসেবামুলক কাজ করে থাকেন ৷ স্কুলের উন্নয়ন থেকে আরম্ভ করে গরীব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ একাধিক কাজকর্ম করে থাকেন তারা ৷ কমিটির অন্যতম সদস্য রণদীপ প্রামানিক জানান প্রতিবছর এই সংগীত কাপকে কেন্দ্র করে মানুষের উৎসাহ বাড়ছে ৷ এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা ছাড়াও আশেপাশের নানান জেলা থেকে একাধিক দল অংশগ্রহণ করেছে ৷