
আলিপুরঃ পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির পক্ষ থেকে নজরুলগীতি ও কবিতা প্রতিযোগিতার আয়োজন ৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ৷ ১৩ তারিখ অর্থাৎ বৄহস্পতিবারের মধ্যে ফর্ম জমা দিতে হবে বলে জানানো হয়েছে ৷ প্রতিযোগীতা আয়োজিত হবে ১৮ই মার্চ বৄহস্পতিবার ৷
আরও পড়ুনঃ পুলিশ সুপারের অফিস ঘেরাও বামেদের
প্রতিবছরের মত এবারও পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির পক্ষ থেকে নজরুলগীতি ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ ফর্ম জমা দেওয়া যাবে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা ও মহকুমা তথ্য সংস্কৄতি দপ্তরের অফিসে ৷ এছাড়া সরাসরি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির আলিপুর অফিসেও সরাসরি জমা করতে পারবেন ৷ প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ০৩৩-২২২৩০২০৯ এই নাম্বারে ৷ কাজের দিন দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া যাবে ৷
আবেদনের সময় জন্মতারিখের শংসাপত্র অবশ্যই জমা দিতে হবে ৷ এছাড়া যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটিও সঙ্কে করে আনতে হবে ৷ ফর্ম ফিলাপ করে ডাকযোগেও অ্যাকাডেমির অফিসে পাঠানো যাবে ৷