
বারুইপুরঃ পদ্মপুকুরে সিপিএমের পার্টি অফিসে তৄণমুলের হামলার ঘটনার প্রতিবাদে মিছিল, পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সিপিএমের ৷ পদ্মপুকুর পার্টি অফিস থেকে শুরু হয় এই মিছিল ৷ এই মিছিলে অংশগ্রহণ করেন বামনেতা সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, মীনাক্ষি মুখার্জি সহ জেলা সিপিএমের বহু নেতা কর্মী ৷ এই ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে তারা একটি ডেপুটেশনও দেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে ৷
আরও পড়ুনঃ বাড়িতে ঢুকে হামলা সোনার গয়না ও টাকা লুঠ
৩রা মার্চ সোমবার যাদবপুরের ঘটনার প্রতিবাদে SFI এর পক্ষ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ এদিনই তৄণমুল ছাত্র পরিষদের পক্ষ থেকে বারুইপুরে একটি মিছিল আচমকা পদ্মপুকুরে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে যায় ৷ ভেতরে ঢুকে তারা দলীয় কার্যালয়ে উপস্থিত সিপিএমের নেতা ও কর্মীদের লক্ষ্য করে অস্রাব্য ভাষায় গালাগালি করে বলে অভিযোগ ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ৷ আন্দোলনকারীদের পক্ষ থেকে পার্টি অফিসের বাইরের গেটে তালাও লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনার সময় জেলা পার্টি অফিসেই ছিলেন বামনেতা সুজন চক্রবর্তী ৷ এই ঘটনার প্রতিবাদে সেদিনই বারুইপুরে বাম কর্মী ও সমর্থকরা একটি প্রতিবাদ মিছিল বের করেন ৷
ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে আইনত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এই ঘটনার প্রতিবাদে সিপিএমের পক্ষ থেকে সোমাবার দুপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও ও প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ৷ দোষীদের শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷