
কুলতলিঃ বাড়িতে ঢুকে লুঠ করার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার নলগড়ায় ৷ রাতেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ ৷ ঘটনায় উদ্ধার মালপত্র ৷ ধৄতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃ সোনারপুর থেকেই পাওয়া যাবে শিলিগুড়ি, তারাপীঠ যাওয়ার ভলবো বাস
কুলতলির নলগড়া ৪ নম্বর এলাকার বাসিন্দা আশিস হালদার ৷ বাড়িতে তারা যখন ঘুমাচ্ছিলেন সেইসময় তিনজন দুষ্কৄতি বাড়িতে ঢুকে মারধর করে মোবাইল, নগদ ৩৫ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় ৷ রাত্রি দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ অভিযোগ জানানোর সাথে সাথেই দুষ্কৄতিদের বিবরণের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ নলগড়া এলাকা থেকেই সাইদুল খান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কিছু টাকা সোনার গয়না ও ১টি মোবাইল ৷ বাকি দুজন পলাতক ৷ তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে কুলতলি থানার পুলিশ সুত্রে ৷
ধৄত এলাকার চুরি ও ছিনতাইয়ের সাথে যুক্ত বলে মনে করছে পুলিশ ৷ তাকে আজ আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ৷ তাকে হেফাজতে নিয়ে বাকি টাকা ও গয়না মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷