
গড়িয়াঃ মহামায়াতলায় বেপরোয়া গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা ৷ ঘটনায় আহত এক অটোচালকসহ মোট তিনজন ৷ আহতদের উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
আরও পড়ুনঃ গোডাউন ও ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য
গড়িয়ার দিক থেকে কামালগাজি মোড়ের দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি ৷ গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ স্থানীয়দের ৷ বেপরোয়া গাড়িটি উল্টোদিকে থেকে আসা দুটি অটোয় ধাক্কা মারে ৷ ঘটনায় এক অটোচালক সহ মোট তিনজন আহত হয়েছে ৷ স্থানীয়রাই তাদের উদ্ধার করে ৷ উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশ গিয়ে গাড়িচালককে আটক করে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও ৷
শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ এদিনই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল ৷ দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয় ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷