
সোনারপুর: বিরল রোগে আক্রান্ত সোনারপুরের রিধিকা দাস ৷ বর্তমানে তার বয়স ৯ মাস ৷ মাত্র চারমাস বয়সেই ধরা পড়ে এই রোগ ৷ বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় রিধিকার ৷ হঠাৎ করে পা নাড়ানো বন্ধ করে দেয় ৷ ঘাড়ের নাড়াচড়াও বন্ধ হয়ে যায় তার ৷ সন্তানের হঠাৎ এই সমস্যায় চিকিৎসকের সাথে দেখা করেন রিধিকার বাবা ও মা ৷ পরীক্ষার পর জানা যায় স্পাইনাল মাসকুলার এট্রোফি টাইপ ওয়ান এ আক্রান্ত রিধিকা ৷\
আরও খবরঃদুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন বারুইপুর প্রেস ক্লাবের
সোনারপুরের রুপনগরের বাসিন্দা বাপন দাস ও তার স্ত্রী হৈমন্তী দাস ৷ তাদের কন্যা সন্তানের নাম রিধিকা দাস ৷ বিরল রোগে আক্রান্ত তাদের ৯ মাসের শিশু ৷ তাকে এই রোগ থেকে বাঁচাতে প্রয়োজন দামি ভ্যাকসিনের ৷ যার একটির দাম ১৬ কোটি টাকা ৷ নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস ৷ এই বিপুল টাকা এখন কিভাবে জোগাড় করা সম্ভব হবে তা নিয়েই চিন্তায় দাস পরিবার ৷ এই অর্থ জোগাড়ের জন্য ইতিমধ্যে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, কেন্দ্র ও রাজ্য সরকার এবং সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছেন ৷
আরও খবরঃযুবতীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, জয়নগরে চাঞ্চল্য
তাদের আবেদনে অনেকেই সাড়া দিয়েছেন ৷ আর্থিক সাহায্যের জন্য তারা ইতিমধ্যেই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসার কাগজপত্র জমা করেছেন ৷ মেয়ে কে বাঁচাতে সবার কাছেই আর্থিক সাহায্যের আবেদন পরিবারের ৷