
সাগরঃ ভারতীয় মৎস্যজীবিদের তৎপরতায় ডুবন্ত বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশী নাবিক ৷ তাদের তুলে দেওয়া হল সাগর থানার পুলিশের হাতে ৷ প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে প্রশাসন সুত্রে ৷
আরও পড়ুনঃপ্রতিবেশীদের সাহায্যে সংসার চলছে গনেশের
বৄহস্পতিবার দুপুরে মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় একটি বাংলাদেশি বার্জ। সেই ডুবন্ত বার্জ থেকে মোট ১২ জন বাংলাদেশী নাবিককে উদ্ধার করল স্থানীয় মৎস্যজীবিরা ৷ তারা উদ্ধার করে সাগর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে বাংলাদেশী পন্যবাহী বার্জ ‘সি ওয়ার্ল্ড ‘ বজবজ থেকে বাংলাদেশে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীতে চড়াই ধাক্কা মারে বৃহস্পতিবার দুপুরে। পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে ৷ স্থানীয় মৎস্যজীবিরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ৷ খবর দেয়া হয় পুলিশকেও। ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ ডুবন্ত বার্জ থেকে ১২ জন নাবিক কে উদ্ধার করে ৷ বাংলাদেশী নাবিকরা জানিয়েছেন রাস্তা দেখিয়ে তাদের যার যে পাইলটের নিয়ে যাওয়ার কথা ছিল তারা না নিয়ে যাওয়াতেই এই বিপত্তি ৷ তবে স্থানীয় বাসিন্দারা তাদের প্রাণ বাঁচানোয় তারা তাদের প্রতি কৄতজ্ঞতা প্রকাশ করেন ৷
সাগর প্রশাসন সুত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া বাংলাদেশী নাবিকরা আপাতত সাগর থানার হেফাজতে আছে ৷ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে ৷