
সোনারপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে কর্মীদের নিয়ে বৈঠক করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। রাজপুর রবীন্দ্রভবনে এই বৈঠকের আয়োজন করা হয়। কর্মীসভায় দলীয় সংগঠনকে মজবুত করার ডাক দেন বিধায়ক শওকত মোল্লা।
আরও পড়ুন : অভয়ার জন্মদিনে পথে বাম ছাত্র-যুব সংগঠন
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোনারপুর বিধানসভা কেন্দ্রে লাভলি মৈত্র ৩০ হাজারের বেশি ভোটে জিতলেও লোকসভা নির্বাচনে মার্জিন কমে দাঁড়ায় দশ হাজারের নিচে। সোনারপুর পুর ও গ্রামীন এলাকায় শাসকদলের সংগঠনের হাল খুব একটা ভালো নয়। রাজপুর ও সোনারপুর পুর এলাকার অধিকাংশ ওয়ার্ডে বিজেপির কাছে হেরেছে তৃণমূল। বিজেপির থেকে পিছিয়ে একাধিক পঞ্চায়েতেও। বিভিন্ন জায়গায় দলের গোষ্ঠী কোন্দল রয়েছে। এর পাশাপাশি জনপ্রিতিনিধিরা অনেকেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে সংগঠনকে চাঙ্গা করতে এই কর্মী সভার আয়োজন। প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি পঞ্চায়েত এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সাথে এই বিষয়ে আলোচনায় বসবেন বিধায়ক।
এদিনের কর্মীসভায় বিধায়ক শওকত মোল্লা ও লাভলী মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক সহ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা গন এবং পঞ্চায়েতের প্রধান, সদস্য ও বুথ স্তরের কর্মীরা।