
সোনারপুর – প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সোনারপুরে আয়োজিত হল ভারতমাতার পুজো ৷ রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কেদার আশ্রম পল্লীবাসি বৄন্দের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় ৷ এবার দ্বিতীয়তম বর্ষে পদর্পন করল তাদের এই পুজো ৷
চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা
কেদার আশ্রম পল্লিবাসী বৄন্দের উদ্যোগে ভারতমাতার পুজোর আয়োজন করা হয় ৷ মেন রোডের ধারেই এই পুজোর আয়োজন করা হয় ৷ এই পুজো উপলক্ষে ২দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ রবিরার শীতবস্ত্র প্রদান কর্মসুচী ছিল ৷ এই অনুষ্ঠানে শতাধিক গরীব মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় ৷ সোমবার পুজো মন্ডপে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ এলাকার বাসিন্দারা সকলেই এই পুজোয় অংশগ্রহণ করেন ৷ বিভিন্ন জায়গা থেকে বহু দর্শনার্থীও এসেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷
পুজোর আয়োজনের পাশাপাশি মন্ডপ সজ্জায় রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি ৷ পুজো মন্ডপেই প্রজাতন্ত্র দিবসও পালন করা হয় ৷